ব্লগার টুল বক্স - আপনার ভারচুয়াল বন্ধু
অনেকেই ইনফিরিয়ার কমপ্লেক্স এ ভোগেন আমার মধ্যে এই প্রতিভা টা ছিল কিন্তু একটা সুযোগ পেলাম না টা প্রকাশ করবার ,সমাজে আমারও কিছু নাম হবে, আমি যেটা জানি সেটা অনেকেই জানবে, বন্ধু ব্লগার ডট কম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সামাজিক স্বীকৃতি কে দেবে তার অপেক্ষায় বসে না থেকে আপনার সামাজিক স্বীকৃতি আপনি আদায় করে নিন আর তার সাথে রেগুলার ইনকামও পেতে থাকুন,
ব্লগার ডট কমে ব্লগিং করবার সময়ে আপনার সবার আগে যে জিনিস গুলো জানা দরকার সেটা হোল ব্লগিং টুলস সম্পর্কে বিশদ ভাবে জানা, কারন আপনার ব্লগকে সব সময়তেই আকর্ষণীয় করবার সমস্ত রকম উপকরন আপনি ব্লগার টুল বক্স থেকে পেয়ে যাবেন
শুরুতেই আপনার অ্যাড্রেস বারে টাইপ করুন www.blogger.com আর পৌঁছে যান ব্লগার হোম পেজ এ
সেখানে আপনি এই ছবিটি দেখতে পাবেন
আপনার টাইটেলে ক্লিক করুন আর পৌঁছে যান আপনার ব্লগের ভিতরে, এবারে আপনি বাঁ দিকে দেখুন , আপনি দেখতে পাবেন ব্লগারের টুল বক্স
আপনি একজন পারফেক্ট ব্লগার তখনই হতে পারবেন, যখন আপনি ব্লগারের বাঁ দিকের সমস্ত টুলগুলির ব্যাবহারিক প্রয়োগ সম্পূর্ণ ভাবে জেনে যান , ব্লগ অ্যাকাডেমিতে সম্পূর্ণ বিনামুল্যে জানতে থাকুন ব্লগিং করবার খুঁটিনাটি , যা আপনার সামাজিক স্বীকৃতি ও আর্থিক শ্রীবৃদ্ধিতে সহায়তা করবেশুরুতেই আপনার অ্যাড্রেস বারে টাইপ করুন www.blogger.com আর পৌঁছে যান ব্লগার হোম পেজ এ
সেখানে আপনি এই ছবিটি দেখতে পাবেন
আপনার টাইটেলে ক্লিক করুন আর পৌঁছে যান আপনার ব্লগের ভিতরে, এবারে আপনি বাঁ দিকে দেখুন , আপনি দেখতে পাবেন ব্লগারের টুল বক্স
এই পোস্ট সম্পর্কে কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্স এ আপনি প্রশ্ন করতে পারেন, আমি আপনার প্রশ্নের যথাযথ উত্তর দেবার চেষ্টা করবো, ধন্যবাদ্যান্তে - প্রদীপ
No comments