Breaking News

ব্লগিং এর প্রথম ধাপে পা দিন, ডোমেইন নেম বেছে নিন

ফিরে  এলাম আমাদের নতন পোস্ট এ, এই পোস্ট এর মাধ্যমে আমরা আলোচনা করবো কিভাবে আপনি আপনার ব্লগ এর জন্য একটি রেজিস্টার্ড অ্যাড্রেস বানাবেন যা এপার বাংলা তথা ওপাড় বাংলা অথা সমগ্র পৃথিবীর বাংলা ব্লগ রিডারদের কাছে আপনার ব্লগের বিষয়কে কে খুব ছোট আকারে প্রকাশ করবে, আপনি কি ঠিক করে ফেলেছেন যে কোন সাবজেক্ট এর ওপরে আপনি ব্লগিং করবেন? দারুন।  এরজন্য দরকার একটি  রেজিস্টার্ড সাবজেক্ট ওরিয়েন্টেড ডোমেইন নেম যা গুগল সার্চ ইঞ্জিন পলিসি অনুযায়ী বানানো   ,



"Blogger" "Blogger.Com" "Bengali Blogger"


কোন বিষয় বা সাবজেক্ট এর ওপরে একটি পোস্ট লেখাকে বলে আর্টিকেল  

এবারে সময় এসেছে ঠিক করবার আপনি কোন বিষয়ের ওপরে ব্লগ লিখবেন, মনোস্থির করুন এমন একটি বিষয় বা সাবজেক্ট বেছে নিতে যার ওপরে আপনি কিছু লিখতে পারেন আপনার মনের ভাব প্রকাশ করতে পারেন  অন্তত পক্ষে ২০ টি পোস্ট। এক একটি পোস্টকে আমরা বলি "আর্টিকেল"  

ব্লগার হবার শুরুতেই আপনার জেনে রাখা ভালো বা দরকার যে আপনাকে অন্তত ২০ টি পোস্ট বা আর্টিকেল লিখতে হবেই, কারন ২০ টি পোস্ট না পেলে গুগল বট আপনার ব্লগ বা ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে ইনডেক্স করবে না আর আপনার ব্লগ বা ওয়েবসাইট যদি সার্চ ইঞ্জিনে ইনডেক্সিং না হয় তাহলে আপনার ব্লগ বা ওয়েবসাইটকে লোকে দেখবে কি করে ?
প্রচুর ব্লগার আছে যাদের ২,০০০; ৫,০০০ ;১০,০০০০ আছে আর তারা এখনো রোজ লিখে যাচ্ছে, কারন ব্লগ করা এমন একটা নেশা যা একবার ধরে গেলে শিক্ষিত মানুষ কখনো তা আর ছাড়তে পারে না, কারন, ব্লগিং করা এমন একটা ভালো অভ্যাস, যা আপনাকে বছরের পড় বছর রেগুলার অরিজিনাল রিয়েল মানি - টাকা - ইনকাম দেয়

তাহলে চলুন শুরু করা যাক, ব্লগার ডট কমে ব্লগ করতে গেলে শুরুতেই আপনার যা লাগবে তা হোল একটি গুগল অ্যাকাউন্ট  কারন ব্লগার ডট কম হোল গুগলের একটি অতি জনপ্রিয় প্রোডাক্ট, যদি আপনার গুগল  অ্যাকাউন্ট খাকে তাহলে তো কোন কথাই নেই, কিন্তু যদি না থাকে তাহলে এখানে ক্লিক করুন আর পৌঁছে যান গুগল সাইনআপ পেজ

পিকচার ১


"Blogger" "Blogger.Com" "Bengali Blogger"
পিকচার ২ 


বিংগো !  আপনার গুগল গুগল অ্যাকাউন্ট রেডি, এবারে এখানে ক্লিক করুন আর পৌঁছে যান গুগল সাইন ইন পেজ এ
আর গুগলে সাইগ্ন ইন করুন

পরবর্তী ধাপ হোল একটি নতুন ব্লগ খোলার,  কিভাবে খুলবেন?

প্রথমে অ্যাড্রেস বারে টাইপ করুন www.blogger.com অথবা ক্লিক করুন এখানে আর পৌঁছে যান ব্লগার ডট কম এর হোম পেজ এ
"Blogger" "Blogger.Com" "Bengali Blogger"

ব্লগার ডট কমের হোম পেজ এ পৌঁছে দেখুন  বাঁ দিকে নিউ বটন আছে ক্লিক করুন আর পৌঁছে যান

"Blogger" "Blogger.Com" "Bengali Blogger"

প্রথমে ব্লগ টাইটেল লিখুন টাইটেল ফিল্ডএ আর তারপরে আপনার ডোমেইন নেম অ্যাড্রেস ফিল্ডএ লিখুন , ডোমেন কি? ইন্টারনেট বা ওয়েব এ আপনার ব্লগ বা ওয়েবসাইটের রেজিস্টার্ড অ্যাড্রেস, ব্লগার ডট কমের ডিফল্ট ডোমেইন www (dot) your domain name (dot) blogspot (dot) com, এখানে আমি একটি টিপস দিচ্ছি your domain name এখানে একটি ক্লু দিচ্ছি, গুগল সার্চ ইঞ্জিনএর হিসেবে সব থেকে ভালো ডোমেইন নেম হতে পারে your - ৪ + domain - ৬ + name - ৪ মানে মোট (৪+৬+৪) ১৪ টি অক্ষরের মধ্যে আপনার ডোমেইন নেম হয়

ব্যাস আর কি ? ঠিক করেফেলুন আপনার সাবজেক্ট বা বিষয়ের ওপরে একটি ভালো ডোমেইন নেম  সেটি যদি আভেলেবেল হয় নিয়ে নিন না হলে আরদু একবার শব্দ গুলি এদিক ওদিক করে  লিখুন আর চুজ করুন আপনার প্রথম রেজিস্টার্ড ডোমেইন নেম ঠিক করে নিন যে কোন একটি সুন্দর টেম্পলেট যা আপনার ব্লগার কে দেখতে আরও আকরশনিয় করে তোলে আর প্রেস করুন ক্রিয়েট ব্লগ বটন এ

ব্লগিং ওয়ার্ল্ড এ আপনাকে স্বাগত বন্ধু 

এই পোস্ট সম্পর্কে কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্স এ আপনি প্রশ্ন করতে পারেন, আমি আপনার প্রশ্নের যথাযথ উত্তর দেবার চেষ্টা করবো, ধন্যবাদ্যান্তে - প্রদীপ 

1 comment: